মাটিরাঙ্গায় অস্ত্রসহ ‘জেএসএস নেতা’ আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশি পিস্তলসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক নেতাকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 12:16 PM
Updated : 19 Oct 2014, 12:16 PM

রোববার উপজেলার বাইল্যাছড়ির কামাল ব্রিক ফিল্ড এলাকা থেকে কিশোর কুমার ত্রিপুরা ওরফে বীতেন ত্রিপুরাকে (৩০) আটক করা হয়।

তিনি বাইল্যাছড়ির ৩নং রাবার বাগান এলাকার ধীরেন্দ্র কুমার ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, আটকের সময় কিশোরের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি ইতালিয়ান পিস্তল, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর কুমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের স্থানীয় নেতা বলে জানিয়েছেন।

তার বিরুদ্ধে গুইমারা থানায় একটি মামলা করা হয়েছে।

পানছড়িতে পুলিশের অস্ত্র চুরির ঘটনার সঙ্গে ওই যুবকের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ সুপার।