চট্টগ্রামে সড়কে ‘বিশেষ অভিযান’

বন্দর নগরী চট্টগ্রামকে যানজটমুক্ত করতে ‘বিশেষ অভিযান’ শুরু করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 01:34 PM
Updated : 23 Sept 2014, 01:34 PM

মঙ্গলবার আমতল এলাকা থেকে কাজীর দেউড়ি পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাফিক বিভাগের পরিদর্শক মীর নজরুল ইসলাম।

“অভিযানের প্রথম দিনে ১৫টি গাড়ি আটক ও ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

গত তিন দিন ওই এলাকায় মাইকিং করা হয়েছে জানিয়ে মীর নজরুল বলেন, “এ সড়কে অবৈধ গাড়ি পার্কিং এবং দোকানের সামনে মালামাল রাখার কারণে যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি জানান, মামলা হওয়া ১১টি মোটর সাইকেল, কার, মাইক্রোবাস, মিনি ট্রাক, পিকআপ চালক ও মালিককে জরিমানা করা হয়েছে।

চালক ও মালিককে খুঁজে না পাওয়ায় ১৫টি মোটর সাইকেল, কার, মিনি ট্রাক আটকের পাশাপাশি বেশ কিছু মালামালও জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক নজরুল।