হজে যাওয়ার আগে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবছর হজে যাওয়ার আগে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 01:41 PM
Updated : 17 Sept 2014, 01:41 PM

বুধবার পাঁচদিনের সফরে নিজের জেলা কিশোরগঞ্জে এসে অষ্টগ্রাম উপজেলার ডাক বাংলো সংলগ্ন হেলিপ্যাডে জনগণের উদ্দেশে বক্তব্য রাখার সময় দোয়া চান রাষ্ট্রপতি।

এসময় তিনি রাষ্ট্রপতি হওয়ার সহজে এলাকার মানুষের কাছাকাছি যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

বঙ্গভবনে কোনোকিছুর অভাববোধ না করলেও মানুষের কাছে যেতে না পারাটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দেয়।

রাষ্ট্রপতি বলেন, “ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে এখন আর আগের মত মানুষের সাথে দেখা-সাক্ষাত ও কথা বলা সম্ভব হয় না।”

একপর্যায়ে স্বভাবসুলভ হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, “বঙ্গভবনে আমি ভালোভাবেই থাকা-খাওয়া করছি। কিন্তু আমাকে বন্দি করে রাখা হয়েছে, এটাই হলো বড় দুঃখ।

“পাখীকে যেমন দুধ-কলা দিয়ে পোষা যায় না, তেমনি আমিও একবার এখান থেকে বের হতে পারলে আর এ খাঁচায় ঢুকব না।”

এর আগে দুপুর দুইটায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অষ্টগ্রামে পৌঁছালে স্থানীয় ডাক বাংলোয় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

বিকালে রাষ্ট্রপতি নির্মাণাধীন বাঙ্গালপাড়া-দেওঘর সংযোগ সেতুর কাজ পরিদর্শন করেন।

কিশোরগঞ্জে পাঁচ দিনের সফরে রাষ্ট্রপতি অষ্টগ্রাম ছাড়াও মিঠামইন, ইটনা ও কিশোরগঞ্জ জেলা সদরে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

গত এপ্রিলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় ‘বঙ্গভবনের জীবন সব সময় আরামদায়ক নয়’ বলে মন্তব্য করেছিলেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি হিসেবে বছরপূর্তি উপলক্ষে দেয়া ওই সাক্ষাতকারে বলেছিলেন, “খাঁচার পাখিরে যতই ভালো খাবার দেয়া হোক, সে তো আর বনের পাখি না। আমি একটা দায়িত্ব হিসেবে এখানে এসেছি। সংসদে মনের খোরাক পেতাম, বঙ্গভবনে পাই না। মনটা অনেক কিছু চায়।”