বিআইআইএসএস-এর নতুন মহাপরিচালক আবদুর রহমান

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 11:41 AM
Updated : 16 Sept 2014, 11:41 AM

তিনি এই দায়িত্বে মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আবদুর রহমানকে প্রেষণে বিআইআইএসএস এর মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ওই পদে প্রেষণে কর্মরত মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তার পুরনো কর্মস্থল সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, যেটি ১৯৭৮ সাল থেকে আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে গবেষণাধর্মী কাজ করে আসছে।