রোগীর ‘শ্লীলতাহানির চেষ্টা,’ চিকিৎসক কারাগারে

চাঁদপুরের ফরিদগঞ্জে রোগীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 04:27 PM
Updated : 14 Sept 2014, 04:27 PM
রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

তবে, রফিকুল ইসলাম নামের ওই চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার গাজীপুর এলাকার এক নারী (নাম প্রকাশ করা হলো না) শনিবার দুপুরে বুকে ব্যথা নিয়ে শহরের জোড়পুকুর পাড়স্থ ডা. রফিকুল ইসলামের চেম্বারে যান।

এ সময় চেকআপের কথা বলে রফিকুল ওই নারীকে চেম্বারের ভেতরের রুমে নিয়ে যান এবং সেখানে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই নারী চিৎকার দিলে তার খালাসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

এরপর রাতে তিনি  চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন।  রোববার সকালে রফিকুলকে তার চেম্বার থেকে আটক করে আদালতে হাজির করে পুলিশ।

রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে  বলেন, “ওই নারী আমার কাছে চিকিৎসা তো দূরের কথা, আমি কখনো তাকে দেখিনি পর্যন্ত। আমার সঙ্গে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের ঝামেলা আছে। তারা ওই মহিলাকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ”