মাগুরায় বেকারি মালিককে কারাদণ্ড

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণের দায়ে মাগুরায় এক বেকারি মালিককে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাগুরা  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:00 AM
Updated : 1 Sept 2014, 11:00 AM

একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত শহরের শান্তিবাগ এলাকার বন্যা বেকারিতে অভিযান চালিয়ে মালিক মো. নজরুল ইসলামকে এ দণ্ড দেয়।

ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা জায়গায় মশা-মাছির মধ্যেই তৈরি করা খাবার খোলা পড়ে থাকা, খাবারে ক্ষতিকর অ্যামোনিয়া মিশ্রণ করা এবং  কারখানার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্যা বেকারির মালিক মো. নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা ও একইসঙ্গে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশের মাধ্যমে তাকে মাগুরা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।