মাদ্রাসা ছাত্রী উদ্ধার ২১ দিন পর

পিরোজপুরের কাউখালীতে কথিত অপহরণের ২১ দিন পর এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 01:00 PM
Updated : 31 August 2014, 01:00 PM

রোববার দুপুরে উপজেলার শিয়ালকাঠী থেকে তাকে উদ্ধার করা হয়।

কাউখালী থানার ওসি মো. সুলতান মাহমুদ জানান, গত ১০ অগাস্ট দুপুরে কাউখালীর শিয়ালকাঠি দারুছুন্নাৎ ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছুটির পর ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ি যাচ্ছিল। পথে কাউখালীর জিবগা সাতুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ভাড়া মোটরসাইকেল চালক রবিউল ইসলাম রবি তাকে অপহরণ করে।

ওই ঘটনার পর ১৪ অগাস্ট মেয়েটির মা বাদী হয়ে রবিউল ইসলাম, তার মামা রুস্তম আলী ও খালু আলমগীর শেখকে আসামি করে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, “মামলার পর পুলিশ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপনে সংবাদ পেয়ে রোববার অপহরণকারী রবিউলের মামা বাড়ি শিয়ালকাঠি থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।”

ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।