ট্রাক খালে পড়ে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পণ্যবাহী ট্রাক খালে পড়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন নিহত হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 07:42 AM
Updated : 20 August 2014, 07:42 AM

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, বুধবার সকালে উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের হাবিলদার জমাদ্দার শওকত আলী (৫২) ও শরণখোলা উপজেলার খাদা গ্রামের সুলতান আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

ওসি মো. আসলাম খান বলেন, খুলনা থেকে শরণখোলাগামী একটি পণ্যবাহী ট্রাকের ছাদে ছিলেন শওকত আলী ও দেলোয়ার হোসেন। ট্রাকটি চেয়ারম্যান বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে তার নিচে চাপা পড়েন দুজন।

“তাদের চিৎকারে স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারের চেষ্টা করে। তবে ট্রাকের নিচ থেকে বের করতে না পারায় জোয়ারের পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এস এম শাহদাত হোসেন বলেন, “গত ৭ অগাস্ট ছুটি নিয়ে শওকত আলী খুলনার রূপসা উপজেলার মহিষাগুনি গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি।”