কুমিল্লায় সড়কে গেল ২ প্রাণ

কুমিল্লার দেবিদ্বার ও চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 07:51 AM
Updated : 1 August 2014, 02:37 PM

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলার চরবাখর এলাকায় কুমিল্লাগামী জনতা সুপার বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়।

আহত হয় উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী।

নিহত সুনীল বয়াতী (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের বাসিন্দা। তিনি জনতা বাসের যাত্রী ছিলেন। আহতদের দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় চট্টগ্রাম থেকে রংপুরগামী মেঘালয় পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস চালক চাঁন মিয়া নিহত হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।

নিহত চাঁন মিয়া (৩৫) নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দির আবদুল মজিদ মোল্লার ছেলে। আহতদের চিওড়া, চৌদ্দগ্রাম ও ফেনীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।