কচুয়ায় কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চাঁদপুরের কচুয়া উপজেলায় জামিনে থাকা এক আসামি ও তার সহযোগীরা মিলে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2014, 06:57 AM
Updated : 30 July 2014, 07:36 AM

কচুয়া থানার ওসি মো. আলগমীর হোসেন মজুমদার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সন্তোষপুর গ্রামে ওয়ালী উল্লাহ (৫২) নামের ওই কৃষককে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী জয়নব বেগম রাতেই কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে দশজনকে আসামি করা হয়।

ওসি বলেন, মামলার প্রধান আসামি আবদুল হামিদ ‘একজন চিহ্নিত ডাকাত’। একটি ডাকাতি মামলায় তিনি কয়েক মাস আগে জামিনে মুক্তি পান।

“রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়ালী উল্লাহকে হত্যা করা হয়। গ্রামের মৃধা বাড়ির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।”

জয়নব বেগমের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

তিনি মামলা করার পর পুলিশ ওই গ্রাম থেকে আবদুল কাদের (২০) ও হাসান (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।