ঈদের জামাতে চট্টগ্রাম কারাগারের ৪ হাজার বন্দি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চার হাজার পুরুষ বন্দি এবার ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2014, 10:34 AM
Updated : 29 July 2014, 10:34 AM

ঈদে বন্দিদের দেয়া হয়েছে নতুন পোশাক। নারী বন্দিদের সঙ্গে থাকা ৪২ শিশুও নতুন জামা পেয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঈদজামাতে বন্দিদের সঙ্গে কারা কর্মকর্তারাও অংশ নেন বলে জানিয়েছেন জেলার নেছার আলম।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। এদিনটিতে বন্দিদের সঙ্গে দেখা করা ও খাবার সরবরাহের বিশেষ সুবিধা পাবেন স্বজনরা।

জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে কারাগারের প্রায় সাড়ে ৬০০ বন্দিকে নতুন পোশাক দেয়া হয়েছে।

“গরীব-অসহায় বন্দিদের পশাপাশি নারী বন্দিদের সঙ্গে থাকা তাদের ৪২ জন শিশু সন্তানও পেয়েছে নতুন পোশাক।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এসব কাপড় দেয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদের দিনে বন্দিদের দেয়া হচ্ছে বিশেষ খাবার।

জেল সুপার ছগির মিয়া বলেন, “সকালে খাবারের তালিকায় থাকছে সেমাই, পায়েস ও মুড়ি। দুপুরে থাকবে সাদা ভাত, আলুর দম ও ইলিশ মাছ। রাতে পোলাও, মাংস, মিষ্টি ও কোমল পানীয়।”