টঙ্গীতে ঠিকাদারদের ভাংচুর

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় ঘেরাও ও ভাংচুর করেছেন শতাধিক ঠিকাদার।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2014, 03:26 PM
Updated : 27 July 2014, 03:27 PM

রোববার এ ঘটনা চলাকালে অর্ধশতাধিক কর্মকর্তা অবরুদ্ধ থাকেন। এ সময় তারা কার্যালয়ের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ছাড়াও কয়েকটি যানবাহন ভাংচুর করেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতির সভাপতি মো. সাত্তার মোল্লার সভাপতিত্বে টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. রবিউল আলম পাইলট, কবির হোসেন, ফজলুর রহমান, হারুন-অর-রশিদ, আনোয়ার হোসেন, মনসুর আলম মৃধা, মোজাম্মেল হক মোজাহার প্রমুখ।

সাত্তার মোল্লা বলেন, ২০১২-১৩ অর্থবছরে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ করে শতাধিক ঠিকাদারের ১৪ কোটি টাকা পাওনা হয়েছে। প্রায় এক বছর আগে ওইসব কাজ শেষ হলেও এখনো তারা পুরো টাকা পাননি।

এছাড়াও ওইসব কাজের দরপত্রের সময় জমা দেয়া জামানতের ৮৫ লাখ টাকা ফেরতের সময় পার হলেও তা ফেরত দেয়া হচ্ছে না। 

তিনি বলেন, “আমরা ব্যাংক ঋণ ও স্বজনদের কাছ থেকে ধার-দেনা ও রড-সিমেন্টের দোকান থেকে মালামাল বকেয়া নিয়ে কাজ করেছি।”

তিনি জানান, হিসাবরক্ষণ কর্মকর্তারা শনিবার বলেছিলেন রোববার সকাল ৯-১০টার মধ্যে ঠিকাদারদের পাওনার ৩৫ শতাংশ টাকার চেক প্রদান করা হবে।

কিন্তু ওইসব চেকে রহস্যজনক কারণে মেয়র ও নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর হয়নি।

বকেয়া পাওনা পরিশোধ করা না হলে ঠিকাদাররা ঈদের পর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের ট্রেড লাইসেন্স ও কর বিভাগে অবস্থান নিয়ে অবরুদ্ধ করবেন বলেও তিনি জানান।

সিটি করপোরেশনের নির্বাহী  কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, এ সংক্রান্ত কোনো নথি তিনি পাননি।