খুলনায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার খুলনায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 01:54 PM
Updated : 20 July 2014, 01:54 PM
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার আমিরুল ইসলাম জানান, রোববার (২০ জুলাই) ২৪ তারিখের টিকেট বিক্রি হয়। 

সময়সূচি অনুযায়ী ২৫ ও ২৬ জুলাইয়ের টিকেট বিক্রি হবে যথাক্রমে ২১ ও ২২ জুলাই। দুদিন (২৩ ও ২৪ তারিখ) বাদ দিয়ে আবার ২৫, ২৬ ও ২৭ জুলাই বিক্রি হবে যথাক্রমে ২৭, ২৮ ও ২৯ জুলাইয়ের টিকেট।  

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। এক ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারবেন।

তিনি আরো জানান, আগামী ২৬ জুলাই থেকে ১০ দিন খুলনা-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ট্রেনে ৯টি বগিতে আসন থাকবে ৫৮২টি।

এছাড়া খুলনা-রাজশাহী রুটে একটি বিশেষ ট্রেন চালু করা হবে। খুলনা-ঢাকা ট্রেনে আরও একটি অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলেও তিনি জানান।

আমিরুল ইসলাম জানান, টিকেট কালোবাজার রোধে পুরুষ ও নারীদের আলাদা টিকিটের ব্যবস্থা রাখা হচ্ছে। পুরুষদের টিকিটে এম এবং নারীদের টিকিটে এফ লেখা থাকবে। ফলে কেউ পুরুষের জন্য টিকেট কিনে নারীদের কাছে কিংবা নারীদের টিকেট পুরুষের কাছে কালোবাজারে বিক্রি করতে পারবে না।

স্টেশন মাস্টার আরো জানান, ঈদ উপলক্ষে খুলনা-রাজশাহী রুটে একটি বিশেষ ট্রেন চালু করা হবে। এছাড়া খুলনা-ঢাকা ট্রেনে আরও একটি অতিরিক্ত বগি সংযোজন করা হবে।