খাপড়া ওয়ার্ড দিবসে রাজশাহীতে শহীদের প্রতি শ্রদ্ধা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শহীদদের প্রতি ফুল দিয়ে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 01:28 PM
Updated : 24 April 2014, 02:52 PM

১৯৫০ সালের এই দিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে পুলিশের গুলিতে কমিউনিস্ট পার্টির সাত নেতাকর্মী নিহত হন।

বৃহস্পতিবার সকাল ১০টায় খাপড়া ওয়ার্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং রাজশাহী-২(সদর)আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও অন্যরা।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা শাখা খাপড়া ওয়ার্ডের সামনে নির্মিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, নগরীর গণপাড়া মোড়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

১৯৫০ সালে কারাগারে বন্দিদের ওপর অমানুষিক নির্যাতন ও নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদে অনশন করেন খাপড়া ওয়ার্ড়ের তৎকালীন বন্দিরা।

জেল কর্তৃপক্ষের সঙ্গে অনশনরত বন্দিরা আলোচনায় রাজি না হলে ওই বছরের ২৪ এপ্রিল ভোরে তৎকালীন জেলার মি. বিল ওয়ার্ডে গুলি চালাতে কারারক্ষীদের নির্দেশ দেন।

এতে কমিউনিস্ট পার্টির কর্মী ময়মনসিংহের সুখেন্দু ভট্টাচার্য, দিনাজপুরের বলরাম সিংহ, নবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার দেলোয়ার হোসেন ও হানিফ শেখ এবং খুলনার বিজন সেন ও আনোয়ার হোসেন নিহত হন।

গুলিতে আহত হন আরো ৩১ বন্দি।