ঝালকাঠীতে ওসি ও ইউএনও-র বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদককে নির্দেশ

ঝালকাঠীতে আটক ছাত্রের কাছে ঘুষ না পেয়ে নির্যাতনের অভিযোগে করা মামলার বিষয়টি দুদককে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 12:51 PM
Updated : 24 April 2014, 12:51 PM

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠী বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কিরণ শংকর হালদার বরিশাল দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী মানিক আচার্য্য।

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এ বছর মাধ্যমিক পরিক্ষায় অংশ নেয়া এক ছাত্রকে আটকের পর ঘুষ না দেয়ার তাকে নির্যাতনের অভিযোগে ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ছাত্রটির মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইনজীবী মানিক আচার্য্য আরো জানান, গত ২৭ মার্চ রাজাপুর উপজেলার বড় কৈবত্যখালী গ্রামের সাইদুর রহমান রহমানের ছেলে মো. রাসেল খানকে এক অভিযোগে বাড়ি থেকে থানায় ধরে আনে পুলিশ।

ছেলেকে ছাড়াতে থানায় গেলে আসামির মায় হেলেনা বেগমের কাছে ওসি নজরুল ইসলাম তার ও ইউএনও-র জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে তিনি অভিযোগ করেছেন।