ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৯০টি বসতঘর পুড়েছে

ফরিদপুরের চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলায় রান্নাঘর থেকে আগুন লেগে ৩১ পরিবারের ৯০টি বসতঘর পুড়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 03:50 PM
Updated : 23 April 2014, 03:50 PM

বুধবার দুপুরে চরভদ্রাসনের খালাশিডাঙ্গী গ্রামে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে যায় ৩৫ বসতঘর। এছাড়াও দুটি গরু ও পাঁচটি ছাগল আগুনে পুড়ে গেছে।

অন্যদিকে দুপুর সাড়ে ৩টায় ভাঙ্গার নুরলাগঞ্জ ইউনিয়নের তাতিবাজার গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৫৫টি বসতবাড়ি।

নুরলাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাতিবাজার গ্রামের ১৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।  

গ্রামের ইসহাক মাতুব্বরের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত চারপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, চরভদ্রাসনের ঘটনায় ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে খালাশিডাঙ্গী গ্রামের রামপ্রাসাদ, শান্তিরঞ্জন, নারায়ণ, বংশি, ধীরেন, হরিপদ, কালিপদ, দশরাথ, শান্তি কাপাশিয়া, মিঠু কাপাশিয়া ও মন্টু কাপাশিয়ার সহ মোট ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান বাদল আমিন বলেন, ক্ষতিগ্রস্থদের কিছুটা হলেও ক্ষতিপুরণ দিতে চেষ্টা করা হবে।