কুড়িগ্রামে পরিবহন মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ 

তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 10:22 AM
Updated : 21 April 2014, 10:22 AM

সোমবার সকাল থেকে কুড়িগ্রামের সকল সড়ক অবরোধ করে রাখায় অন্যদের মতো এইচএসসি পরীক্ষার্থীরাও বিপাকে পড়েছে।

কুড়িগ্রাম পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, জেলার ১৯টি পয়েন্টে অবরোধ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, “প্রায় ২ বছর ধরে একই দাবিতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়। বৈঠকের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় এ রকম কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি।”

পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের অভিযোগ, এসব অবৈধ বাহন থেকে পুলিশের মাসিক আয় প্রায় ৫ লাখ টাকা। এ কারণে পরিবহন মালিক পক্ষের সঙ্গে প্রশাসনের যৌথ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশের এত অনীহা।

ট্রাফিক বিভাগের এসআই সাগর মাসিক চুক্তিতে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে জানান, রেজিস্ট্রেশন ও রুট পারমিট আছে এ রকম জেএসএ ও আলফা, মাহিন্দ্র চলাচলে কোনো বাধা নেই। অন্যান্য অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।