ঝিনাইদহে নিখোঁজ জামায়াত কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর জামায়াতে ইসলামীর এক কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি ঝিনাইদহে সহিংসতা মামলার আসামি ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 06:33 AM
Updated : 21 April 2014, 06:33 AM

ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্র্জ শিবুপদ দত্ত জানান, উপজেলার মামুনশিয়া গ্রামের একটি মাঠ থেকে সোমবার সকালে হাফেজ আবুল কালামের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পষিদের সদস্য। তার ভাই মোয়াবিয়া হুসাইন কোটচাঁদপুর উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান।

“সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পথচারিরা গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকার কথা জানালে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।”

দুর্বৃত্তরা সম্ভবত সোমবার ভোরের দিকে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে বলে জানান তিনি।

নিহত আবুল কালামের বোন হাওয়া বেগম অভিযোগ করেন, সাদা পোশাকের কয়েকজন গত শুক্রবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুরের সাইনবোর্ড বাজার থেকে তার ভাইকে একটি নীল রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

“সোমবার সকালে ভাইয়ের লাশ পাড়ে থাকার কথা জানতে পারি।”

ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়েছে।

নিহত আবুল কালামের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, ভোট কেন্দ্রে আগুন দেয়াসহ সহিংসতার নয়টি মামলা আছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান।