সেন্টমার্টিনে সতর্কতায় গাফিলতি খতিয়ে দেখার নির্দেশ

সেন্টমার্টিনের সমুদ্রতীরে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে পর্যটন কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:41 PM
Updated : 17 April 2014, 03:41 PM

সম্প্রতি সেন্টমার্টিনে সাগরে গোসল করতে নেমে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর মৃত্যু ও দুই জনের নিখোঁজ হওয়ার পর মন্ত্রী বৃহস্পতিবার এই নির্দেশ দিলেন।

মন্ত্রণালয়েরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্টমার্টিন দ্বীপে আহ্সানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেনন।

“সমুদ্রতীরে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতামূলক কার্যক্রম কক্সবাজারের বিচ ম্যানেজমেন্ট কমিটি নিয়ে থাকে।”

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আরো বেশি কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া যায়, তা খতিয়ে দেখতে বলেছেন মন্ত্রী।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একজন মহাব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শনে সেন্টমার্টিন গেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।