মুজিবনগরকে ঘিরেই স্বাধীনতাযুদ্ধ: আমু

ঐতিহাসিক মুজিব নগর দিবসে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, “মুজিবনগরকে ঘিরেই স্বাধীনতাযুদ্ধ  এবং বাংলাদেশের ইতিহাস। তাই মুজিবনগরকে বাদ দিয়ে কথা বলা যাবে না।”

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:20 PM
Updated : 17 April 2014, 03:20 PM

মেহেরপুরের মুজিবনগরে বৃহস্পতিবার আয়োজিত জনসভায় আমু বলেন, “যারা দেশের স্বাধীনতা, জাতীয় সংগীত, জাতীয় পতাকাকে স্বীকার করে না, তারা স্বাধীনতার এই চিরন্তন ইতিহাসকে বিকৃত করার ষড়যন্ত্র করছে।

এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য।

জনসভায় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ও তৎকালীন মেহেরপুর মহকুমা প্রশাসক তৌফিক-ই এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খাঁন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনসহ সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশের আগে মন্ত্রিপরিষদের সদস্যরা মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

খুলনা বিভাগসহ বিভিন্ন জেলা থেকে যানবহন নিয়ে অসংখ্য মানুষ সমাবেশে অংশ নেয়।

সমাবেশ শেষে সন্ধ্যায় মুজিবনগর মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।