সুইডেন যাচ্ছেন স্পিকার

জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে সুইডেন যাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 08:59 AM
Updated : 17 April 2014, 08:59 AM

বৃহস্পতিবার স্পিকারের একান্ত সচিব মো. কামাল বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে যাচ্ছেন তিনি।

‘ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দ্যা ইমপ্লিমেন্টেশন অফ দি আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন’ শীর্ষক  সম্মেলনে শিরীন শারমিন বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর এটি তার তৃতীয় বিদেশ সফর।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

প্রতিনিধি দলে সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন, মো. সিরাজুল আকবর, সাবের হোসেন চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, ফখরুল ইমাম, এবং ফজিলাতুন নেসা ইন্দিরা।

এছাড়া সংসদ সচিব আশরাফুল মকবুল ও স্পিকারের একান্ত সচিব মো. কামাল বিল্লাহও প্রতিনিধি দলে রয়েছেন।

১৯৯৪ সালে মিশরের রাজধানী কায়রোতে প্রথম আইসিপিডি সম্মেলন হয়। ওই সম্মেলনে ২০ বছর মেয়াদি কৌশলপত্র গ্রহণ করা হয়।

মো. কামাল বিল্লাহ বলেন, “সম্মেলন শেষে আগামী ২৭ এপ্রিল স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।”

দ্বিতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হওয়ার পর গত ১৩ মার্চ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩০ তম সম্মেলনে যোগ দিতে সুইজার‌ল্যান্ডের জেনেভায় এবং গত ১২ ফেব্রুয়ারি প্রথম বিদেশ সফরে ভারত যান তিনি।