সড়কে পেঁয়াজ ফেলে প্রতিবাদ

ভারত থেকে আমদানির কারণে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলে মেহেরপুরে নিজেদের উৎপাদিত পেঁয়াজ সড়কে ফেলে প্রতিবাদ জানিয়েছেন চাষিরা।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 01:44 PM
Updated : 11 April 2014, 01:44 PM

শুক্রবার সকালে জেলা শহরের চারটি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় চাষিরা ‘পেঁয়াজ আমদানি বন্ধ করো’, ‘পেঁয়াজের ন্যায্য মূল্য দিতে হবে’ এবং ‘চাষির লোকসান কমাতে হবে’ ইত্যাদি শ্লোগান দেন।

চাষিদের অভিযোগ, দেশে এবার পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদনের পরও ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় সরকার।

এতে তাদের লাখ লাখ টাকা লোকসান গুনে পুঁজি হারাতে হলো বলে দাবি করেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক চৈতন্য কুমার দাস জানান, জেলায় এবার এক হাজার সাতশ’ একর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে দুই হাজার একর জমিতে।

তিনি জানান, বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাবার পর সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছিল।