ঠিকাদারদের অবরোধে শেভরনের গ্যাসক্ষেত্রে কাজ ব্যাহত

কাজ দেয়ার দাবিতে ঠিকাদাররা সড়ক অবরোধ করে রাখায় যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন পরিচালিত মৌলভীবাজারের একটি গ্যাসক্ষেত্রের কাজ ব্যাহত হচ্ছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 07:18 PM
Updated : 23 July 2013, 07:18 PM

গত চারদিন ধরে ঠিকাদাররা শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে ১৪ নম্বর ব্লকের এমবি-২ গ্যাসক্ষেত্রের প্রবেশ অবরোধ করে রেখেছেন। ফলে শেভরনের কর্মকর্তা-কর্মচারীরা গ্যাসক্ষেত্রে ঢুকতে পারছেন না।

মঙ্গলবার রাত ৮টায় শেভরনের তালিকাভুক্ত স্থানীয় ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অবিলম্বের তাদের দাবি মেনে নেয়ার দাবি জানান।

শেভরন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান সমতা এন্টারপ্রাইজের জমশেদুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নিয়মানুযায়ী এমবি-২ গ্যাসক্ষেত্রে শেভরনের তালিকাভুক্ত ২২টি প্রতিষ্ঠান কাজ পাওয়ার কথা থাকলেও তারা কোনো কাজ পাচ্ছে না।

এর প্রতিবাদে গত ২৬ এপ্রিল তারা (ঠিকাদারেরা) শ্রীমঙ্গলের কালাপুর বাজারে ঢাকা-সিলেট সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী সেখানে গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

পরদিন এ ব্যাপারে ঠিকাদাররা লিখিত দাবি-দাওয়া ইউএনও’র কাছে দেন।

গত ২ মে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শেভরন কর্তৃপক্ষ। বৈঠকে  শেভরনের পরিচালক নাসের আহমেদ, ওবায়দুল্লাহ বিন এজাজ, ঊর্ধ্বতন কর্মকর্তা জুলফিকার ও কমিউনিটি রিলেশন কর্মকর্তা শ্রী নিবাস উপস্থিত ছিলেন।

ঠিকাদাররা দাবি করেন, বৈঠকে দক্ষ ও অদক্ষ শ্রমিক, নির্মাণ সামগ্রী, হার্ডওয়্যার/ স্যানেটারি ওয়্যার, অফিস স্টেশনারিজ, পানীয়, বিভিন্ন খাদ্যজাত দ্রব্য, জ্বালানি তৈল প্রভৃতি জিনিস স্থানীয় ঠিকাদাররা সরবরাহ করতে পারবেন বলে শেভরনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

গত ৩০ জুন ওই ঠিকাদারদের আবার প্রধান কার্যালয়ে ডেকে বৈঠক করেন শেভরনের কর্মকর্তারা।

এবারো কাজ দেয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করা হলেও শেভরন কর্তৃপক্ষ কোন কাজ দিচ্ছে না বলে অভিযোগ করেন ১৪টি প্রতিষ্ঠানের ঠিকাদাররা।

তারা বলেন, কাজের দাবিতেই তারা সড়ক অবরোধ করছেন। গ্যাসক্ষেত্রে শুধু নিরাপত্তা কর্মীদের যেতে দেয়া হচ্ছে। শেভরনের গাড়ি গ্যাসক্ষেত্রের মুখে আটকে দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে খাজা এন্টারপ্রাইজ, এস এম এন্টারপ্রাইজ, সমতা এন্টারপ্রাইজ, কালাপুর এন্টারপ্রাইজ-১, কালাপুর এন্টারপ্রাইজ-২, শেখ এন্টাপ্রাইজ, আল-মদিনা এন্টারপ্রাইজ, গোল্ডেন এন্টারপ্রাইজ, শাহ মোস্তফা এন্টারপ্রাইজ, ছায়েদ এন্টারপ্রাইজ, এস আর এন্টারপ্রাইজ, প্রমি এন্টারপ্রাইজ, মাদার  এন্টারপ্রাইজ, প্রমিজ এন্টারপ্রাইজ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এ ব্যাপারে জানতে চাইলে রাতে শেভরনের সহকারী ব্যবস্থাপক (মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন) বদর উদ্দিন বলেন, “ঠিকাদারদের অবরোধের কারণে গত ১৮ জুলাই থেকে ১৪ নম্বর ব্লকের এমবি-২ গ্যাসক্ষেত্রের কাজ ব্যাহত হচ্ছে। আগে অবরোধ সরিয়ে নেয়া হোক। তারপর বিষয়টি সমাধানের জন্য সব ঠিকাদারদের নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হবে।”

এর আগে মঙ্গলবার বিকালে শেভরন নাসের আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের বিষয়টি উল্লেখ করে জানায়, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।