প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে নীলফামারীর জলঢাকা শহর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 25 Feb 2013, 03:24 PM
সোমবার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে মা মাল্টিমিডিয়া’রমালিক মহসিন আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
জলঢাকা থানার ওসি তাপস কুমার পন্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার মুদিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মহসীন আলী প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বিভিন্নজনের মোবাইল ফোনে সরবরাহ করে আসছিল। তার কম্পিউটারে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পাওয়া গেছে।