গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
Published : 25 Jan 2013, 01:50 PM
স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার এলাকার হাইলেভেল রোডের বাসা থেকে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দর কুমার পোদ্দারকে আটক করা হয়।
পরে এই গৃহকর্মী এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন বলে পুলিশ জানিয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই শিক্ষকের স্ত্রী মৌখিক অভিযোগ করেন, তার স্বামী গত ২২ জানুয়ারি ওই গৃহকর্মীকে বাসায় ধর্ষণের চেষ্টা ও তাকে (স্ত্রী) মারধর করেছেন।
এ অভিযোগে চন্দর কুমার পোদ্দারকে আটক করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।