বিরোধী দলকেও সফল হতে হবে: সুরঞ্জিত

আগামী নির্বাচনের বিষয়ে মতপার্থক্য দূর করতে বিরোধী দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2013, 09:51 AM
Updated : 17 Jan 2013, 10:13 AM

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল নিয়ে দুই প্রধান দলের মতবিরোধের মধ্যে বৃহস্পতিবার এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

সুরঞ্জিত বলেন, “আমরা যদি খোলা মনে, যদি দেশপ্রেমিক চিন্তায়, আমরা যদি আরো দায়িত্বশীল গণতন্ত্রের জন্য এবং গণতান্ত্রিক সংবিধানের জন্য আলোচনার জন্য বসি, অবশ্যই সমাধান আসবে। সেখানে বিরোধী দলকে এগিয়ে আসতে হবে।”

“বিরোধী দলকে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা প্রমাণ করতে হবে। তাদের প্রমাণ করতে হবে যে তারা বিরোধী দল হিসেবে ব্যর্থ নয়।”

সুরঞ্জিত আরো বলেন, “যে দল যখন বিরোধী দল হিসেবে ব্যর্থ হয় তারা ভবিষ্যতে সরকার পরিচালনাতেও ব্যর্থ হয়।”

এজন্য আগামী ২৭ জানুয়ারি সংসদ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতি আহবান জানান এই সংসদ সদস্য।

জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পী গোষ্ঠির ওই আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “একটি আলোচনার মনোভাব নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনি আলোচনায় বসা প্রয়োজন। এবং আলোচনার সময় জনগণকে সম্পৃক্ত করতে জাতীয় সংসদই সবচেয়ে প্রকৃষ্ট স্খান।”

“বুঝতে হবে, রাজপথে আন্দোলন করে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা যায় না,” বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি।