উড়োজাহাজের আসনের নিচ থেকে ৫ কেজি সোনা উদ্ধার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় পাঁচ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 10:18 AM
Updated : 25 Sept 2017, 10:18 AM

সোমবার দুপুর আড়াইটায় ‘বিএস২০২’ ফ্লাইটটি ঢাকায় পৌঁছালে তাতে তল্লাশি চালিয়ে ৪০টি সোনার বার পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমান বন্দরে অবস্থান নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “উড়োজাহাজটি অবতরণের পরে গোয়েন্দা দল তল্লাশি করে ‘৮এফ’ আসনের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করে।”

ইউএস বাংলার ফ্লাইটটি ভোর ৭টায় মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। একই ফ্লাইট পরে সকাল ১১টায় কলকাতায় যায় এবং দুপুরে ফিরে আসে।

মইনুল খান জানান, সোনার বারগুলো হলুদ রঙের স্কচটেপ দিয়ে মুড়ে একটি কালো প্যাকেটে রাখা ছিল।

প্রতিটি ১০ তোলা ওজনের বারগুলোর মোট ওজন চার কেজি ৬০০ গ্রাম; এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানা শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।