দর পতনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইভিন্স টেক্সটাইল লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 12:17 PM
Updated : 21 Sept 2017, 12:17 PM
বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বুধবার ইভিন্স টেক্সটাইলের শেয়ারের সমাপনী দর ছিল ২১ টাকা ৬০ পয়সা , যা বৃহস্পতিবার লেনদেন শেষে তা কমে ১৯ টাকা ৬০ পয়সায় নেমেছে।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌, কমেছে ৮ দশমিক ৪৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে কে এন্ড কিউ (বাংলাদেশ) লি: (৭ দশমিক ০১ শতাংশ), লিগাসি ফুটওয়ার লি: (৬ দশমিক ৫৮ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স লি:  (৬ দশমিক ১৭ শতাংশ) রিলায়েন্স ইন্সুরেন্স লি: (৫ দশমিক ৫৩ শতাংশ) ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি: (৫ দশমিক ৫৩ শতাংশ), মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি: (৫ দশমিক ৩৮ শতাংশ), মিরাকল ইন্ডাস্ট্রিজ লি: (৫ শতাংশ ১১) এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড (৪ দশমিক ৯১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।