এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এ বছরের এইচএসসি ও সমামানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 02:39 PM
Updated : 22 August 2017, 02:39 PM

আটটি সাধারণ বোর্ডের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসা বোর্ড মঙ্গলবার নিজ নিজ ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।

পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ৩৫ জনের জিপিএতে পরিবর্তন এসেছে। এদের মধ্যে অনেকেই নতুন করে পাস করেছেন, কেউ কেউ পেয়েছেন জিপিএ-৫।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে পরীক্ষক ভুল করেছেন কি না- এসব বিষয় দেখে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

টেলিটক মোবাইল ফোন থেকে গত ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত একেকটি পত্রের জন্য ১৫০ টাকা করে জমা দিয়ে এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করেন শিক্ষার্থীরা।