বিসিবির গঠনতন্ত্র: সংশোধনী অকার্যকরের রায়ে আপিল শুনানি ২৫ জুলাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রে আনা সংশোধনীকে অকার্যকর ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী ২৫ জুলাই হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 09:43 AM
Updated : 19 July 2017, 09:43 AM

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির এই দিন ধার্য করে বুধবার আদেশ দেয়।

বিসিবির গঠনতন্ত্রে আনা সংশোধনীকে অকার্যকর ঘোষণা করে হাই কোর্ট রায় দেয় ২০১৩ সালের ২৭ জানুয়ারি।

পরদিন রায়টি স্থগিত চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি আবেদন করলে সেই দিনই তা স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। পরে বিভিন্ন সময় এই স্থগিতাদেশ বাড়ানো হয়।

২০১২ সালের নভেম্বর গঠনতন্ত্রের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু।

ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আদালত রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে পরের বছর ২৭ জানুয়ারি আদালত সংশোধনীটি অকার্যকর ঘোষণা করে রায় দেয়।