একাত্তরের ‘বাংলার মুখ’-এর সম্পাদক সিদ্দিকুর রহমান মারা গেছেন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলার মুখ’ যার হাতে সম্পাদিত হয়েছিল, সেই সিদ্দিকুর রহমান আশরাফী আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 07:06 AM
Updated : 27 June 2017, 07:06 AM

মঙ্গলবার ভোরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

সিদ্দিকুর রহমানের শ্যালিকা ডা. রওশন আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।”

তার মরদেহ মঙ্গলবার সকালে তার বনশ্রীর বাসায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার জোহরের পর বনশ্রী জামে মসজিদে তার জানাজা হবে।

লন্ডনে অবস্থানরত মেয়ে ডা. তানিয়া আশরাফী দেশে ফেরার পর বুধবার মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে সিদ্দিকুর রহমানকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম নেওয়া সিদ্দিকুর রহমান আশরাফী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে লেখাপড়া করেন। পরে শ্রীলঙ্কা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অল্টারনেটিভ মেডিসিনে পিএইচডি করেন।

একাত্তরে বাংলার মুখ সম্পাদনার পাশাপাশি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা থেকে দৈনিক বাংলার মুখ বেরিয়েছিল তার সম্পাদনায়।

সিদ্দিকুর রহমান আশরাফী তার স্ত্রী হোসনে আরা বিলু, দুই মেয়ে তানিয়া আশরাফী ও সোনিয়া আশরাফী এবং ছেলে রাজীব আশরাফীকে রেখে গেছেন।

তানিয়া ও সোনিয়া দুজনেই পেশায় চিকিৎসক। আর রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।