১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

বিশেষ বিসিএসের মাধ্যমে দশ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 01:29 PM
Updated : 24 June 2017, 02:05 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার অনুমোদন করেছেন।

তিনি বলেন, “বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার ডাক্তার পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।”

তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত তিন বছরে বিসিএসের মাধ্যমে প্রায় সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩তম বিসিএসে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদের উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।

সরকারি-বেসরকারি মিলিয়ে মোটামুটি ১৩৩টি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে প্রতিবছর এমবিবিএস ও বিডিএস ডিগ্রি নিয়ে বের হচ্ছেন ডাক্তাররা।  তবে সরকারি চাকরি পেতে হলে চিকিৎসকদেরও বিসিএস পরীক্ষায় অংশ নিতে হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৭৫ হাজারের মত। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি চাকরিতে আছেন ২২ হাজারের মত চিকিৎসক।