লন্ডনে অগ্নিকাণ্ড: ৭৯ জনের মৃত্যুর শঙ্কা পুলিশের  

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়াতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ পুলিশ। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 01:12 PM
Updated : 19 June 2017, 01:12 PM

বিবিসি জানিয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি সোমবার এক বিবৃতিতে ওই সংখ্যা প্রকাশ করেন। এরা হয় নিহত, নয়ত নিখোঁজ রয়েছেন। 

লন্ডন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ২৪ তলা ভবনে আর কাউকে জীবিত খুঁজে পাওয়ার আশা তারা দেখছেন না।

বারা অব কেনসিংটন ও চেলসির ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটের গ্রেনফেল টাওয়ারে গত ১৩ জুন মধ্যরাতে আগুন লাগে।

২৪ তলা ওই ভবনের ১২৭টি ফ্ল্যাটে ৪০০ থেকে ৬০০ মানুষের বসবাস ছিল বলে স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরের তথ্য।

পুড়ে কয়লা হয়ে যাওয়া ২৪ তলা গ্রেনফেল টাওয়ার

কমান্ডার কান্ডি বলেন, ওই ভবনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের অনেকেই পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।

অগ্নিকাণ্ডের পর ওই বাড়ি থেকে ৭৪ জনকে লন্ডনের ছয়টি হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৮ জন এখনও ভর্তি আছেন এবং নয়জনের অবস্থা গুরুতর। 

কমান্ডার কান্ডি বলেন, নিহতদের লাশ উদ্ধার এবং তাদের শনাক্ত করার কাজে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। কিন্তু নিহতদের অনেককেই শনাক্ত করা সম্ভব নাও হতে পারে এবং এই কাজ শেষ হতে বহু সপ্তাহ লেগে যেতে পারে।