স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মিহির নন্দীর মৃত্যু

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা খ্যাতিমান সংগীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 07:48 PM
Updated : 7 May 2017, 09:52 AM

শনিবার রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

মিহির নন্দীর জামাতা বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই শিল্পী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ২৩ দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মিহির নন্দীর মরদেহ রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেওয়া হবে। এরপর দুপুরে নগরীর বলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

ষাটের দশক থেকেই সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন ওস্তাদ মিহির নন্দী। উদীচী শিল্পী গোষ্ঠীর চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এবং সংগীত সংগঠন আনন্দ ধ্বনির প্রতিষ্ঠাতা তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন মিহির নন্দী। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর সংগীত শিল্পী তিনি।

মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।