অস্ট্রেলীয় দূতাবাসে হুমকি, গ্রেপ্তার তৌসিফ রিমান্ডে

চাঁদা চেয়ে ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশন বোমা মেরে উড়িয়ে হুমকি দেওয়ার ঘটনায় তৌসিফ হোসেন সীমান্তকে জিজ্ঞসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 05:17 PM
Updated : 28 April 2017, 05:17 PM
গুলশান থানায় দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান।

শুনানি শেষে বিকাল সাড়ে ৩টায় মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী তিন দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিযা জানান, তৌসিফের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। তার কোনো আত্মীয়-স্বজনকেও এজলাসে দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিমর্ষ তৌসিফ কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সঙ্গে কোনো কথা বলেননি।”

অস্ট্রেলিয়া হাই কমিশন কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে ২৮ বছর বয়সী তৌসিফকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ এপ্রিল গুলশান থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ওইদিন সকালে হাই কমিশনে একটি ই মেইল আসে। টাকা না পেলে বোমা মেরে হাই কমিশন উড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মীদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।