অস্ট্রেলিয়া হাই কমিশনে হুমকি, গ্রেপ্তার ১

ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশনে চাঁদা চেয়ে বোমার হুমকি দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2017, 10:59 AM
Updated : 28 April 2017, 10:59 AM

মহানগর পুলিশের উপ-কমিশনার মো.মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে তৌসিফ হোসেন সীমান্ত নামে ২৮ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করেন কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা।

হুমকি পাওয়ার ঘটনায় গত ২৫ এপ্রিল গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করে অস্ট্রেলিয়া হাই কমিশন কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ওইদিন সকালে হাই কমিশনে একটি ই মেইল আসে। টাকা না পেলে বোমা মেরে হাই কমিশন উড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মীদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। 

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক সে সময় জানিয়েছিলেন, হুমকিদাতা মুন্না এন্টারপ্রাইজের নামে জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা করতে বলে। একটি টেলিফোন নম্বর দেওয়া হলেও তাদের বিষয়ে কোনো খোঁজ-খবর করতে নিষেধ করা হয় ই মেইলে।

তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মাসুদুর রহমান জানান।