রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের বিদায়ী দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দা নোব্রেগা ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 11:37 AM
Updated : 20 April 2017, 11:37 AM

বৃহস্পতিবার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশ-ব্রাজিলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ব্রাজিল একই মত ধারণ করে এবং একে অপরকে সমর্থন করে।

দেশ দুটি গণতন্ত্র, আইনের শাসন, মানুষের মর্যাদা এবং সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে একই মনোভার পোষণ করে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক পণ্য উৎপাদন করে উল্লেখ করে আবদুল হামিদ ব্রাজিলকে বাংলাদেশ থেকে এসব নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় ব্রাজিলের বিদায়ী দূত বাংলাদেশে আতিথেয়তার প্রশংসা করেন। বিদায়ী দূত বলেন, বাংলাদেশ প্রণিধানযোগ্য উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।

বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।