যাত্রাবাড়ীতে পুড়ল জুতার কারখানা

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতা কারখানায় আগুন লাগার পর তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 06:38 AM
Updated : 27 Feb 2017, 02:19 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মদক জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে মৃধা বাড়ির সামাদ বাড়ি এলাকায় ওই কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক তাপস মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জুতার কারখানায় অন্তত একশ কর্মী কাজে ছিলেন। আগুনে কারও আহত হওয়ার খবর আমরা পাইনি।”

 

তিনি বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তা তদন্ত শেষ হলে জানা যাবে।

ক্লাসিক শু নামের এক তলা টিনশেড ওই কারখানার মার্কেটিং ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কারখানা থেকে বের হয়েছিলাম। তখনই পেছনে হঠাৎ শব্দ হয় এবং আগুন দেখতে পাই। ভেতরে রাসায়নিক ছিল। পরে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।”

মোয়াজ্জেম জানান, কারখানার পিভিসি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ওই ইউনিটে জুতার ফিতা ও সোল তৈরি করা হত।

তিনি বলেন, “ওখানে প্রচুর পরিমান কেমিকেল ছিল। আগুন যখন লাগে, তখন ভেতরে শ’খানেক কর্মী কাজ করছিল। ধারণা করছি, সবাই বের হতে পেরেছে।”