অতীশ দীপঙ্কর অ্যাওয়ার্ড পেলেন থাইল্যান্ডে বাংলাদেশের দূত

‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক’ পেয়েছেন থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 04:16 PM
Updated : 24 Feb 2017, 04:16 PM

‘আন্তঃধর্মীয় সংলাপ ও শান্তিতে অবদানের জন্য’ তাকে বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের আরও ছয়জনের সঙ্গে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে পদক প্রধানকারী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তাসনিমসহ পুরস্কারপ্রাপ্ত অন্যদের হাতে পদক তুলে দেন।

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি রাষ্ট্রদূত দশম শতাব্দীর বাংলাদেশি বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে প্রবর্তিত এই পদক পেলেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ সংখ্যারিষ্ট মানুষদের দুই দেশ থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার রাষ্ট্রদূত এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনে (ইউএনইএসসিএপি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তাসনিম আন্তঃধর্মীয় সংলাপ ও সাংস্কৃতিক সেতুবন্ধন রচনায় কাজ করে চলেছেন।

তিনি ওই দুই দেশে বুড্ডিস্ট সার্কিট ট্যুরিজমের গন্তব্য হিসেবে বাংলাদেশের পরিচিতি তুলে ধরেছেন।

পদক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ভুটান, চীন, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।