অস্ত্রধারী সেই দুই ছাত্রলীগ নেতার জামিন বাতিল

ঢাকার গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র হাতে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে থাকা দুই ছাত্রলীগ নেতার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 02:29 PM
Updated : 4 Dec 2016, 02:29 PM

রোববার হাজিরার দিনে আদালতে না আসায় ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম তাদের জামিন বাতিল করে দেন।

এই দুজন হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৭ নভেম্বর মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছিল।

“কিন্তু আজকে (রোববার) হাজিরাসহ শুনানির দিন ধার্য থাকার পরও তারা না আসায় জামিন বাতিল করে দেন আদালত।”

আদালত তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের মধ্যে গোলাপী ফুলহাতা শার্ট পরিহিত সাব্বির রহমানকে রিভলবার উঁচিয়ে গুলি করতে দেখা যায়। সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরা আশিকের হাতে দেখা যায় পিস্তল।

সংবাদপত্রে ছবি আসার পর ছাত্রলীগ তাদের বহিষ্কার করলে ১ নভেম্বর শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক এই দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করলেও দুজনের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এর মধ‌্যে গত ১৭ নভেম্বর তারা ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তবে তাদের জামিনের খবর জানাজানি হয় পাঁচ দিন পর।