ভারতে ভিসাপ্রার্থী নারীদের ই-টোকেন লাগবে না ১১ দিন

ই-টোকেনের বদলে নারী ভ্রমণকারীদের সরাসরি ভিসা আবেদন নিতে একটি ‘পরীক্ষামূলক প্রকল্প’ চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 12:37 PM
Updated : 28 Sept 2016, 12:37 PM

৩ থেকে ১৩ অক্টোবর গুলশানের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এ প্রকল্প চালু থাকবে বলে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে।

হাই কমিশন বলেছে, দুর্গাপূজার ছুটির সময় বাংলাদেশি নারী ও তার পরিবারের সদস্যদের জন্য এটি ভারতের পক্ষ থেকে ‘শুভেচ্ছা উপহার’।

এ সুবিধা পেতে নারী ভ্রমণকারীদের পাসপোর্টে অবশ্যই বিমানের টিকেট সংযুক্ত থাকতে হবে, যেটি ভিসা সেন্টারে ঢোকার সময় দেখানো লাগবে।

আবেদনপ্রার্থী নারী চাইলে তার সঙ্গে পরিবারের যেসব সদস্য ভারতে যাবেন তাদের ভিসা আবেদনও এ প্রক্রিয়ায় জমা দিতে পারবেন।

নারী আবেদনকারীকে অবশ্যই অক্টোবরে দেশটিতে ভ্রমণ করতে হবে। সংযুক্ত বিমান টিকেটটি অবশ্যই আবেদন করার অন্তত সাত দিন পরের হতে হবে বলে হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে।