নতুন কারাগারে বন্দি স্থানান্তর শুরু শুক্রবার

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরুষ বন্দি স্থানান্তরের মাধ্যমে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নতুন কারাগারের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 03:42 PM
Updated : 28 July 2016, 03:42 PM

শুক্রবার থেকে এই বন্দি স্থানান্তর কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কারা কর্মকর্তা বলেন, বন্দি স্থানান্তরের কাজ শুরু হলেও আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম, প্রয়োজনীয় ফাইলসহ অনেক কিছুই ইতোমধ্যে স্থানান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দি ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার গত ১০ এপ্রিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের আশির দশকে আলোচনা শুরু হলেও তার তিন দশক পর ২০০৬ সালে বিষয়টি একনেকে পাসের পর শুরু হয় জমি অধিগ্রহণ। পরের বছর সেপ্টেম্বরে ৪০৬ কোটি ৩৫ লাখ টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়।

১৭৮৮ সালে স্থাপিত নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগার থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে রাজেন্দ্রপুরে নতুন এই কারাগারের অবস্থান।

নারী বন্দিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় আট হাজার বন্দি রয়েছে, এই আট হাজারে মধ্যে ছয় হাজার ৩০০ পুরুষ বন্দি।

নারী বন্দিদের ইতোমধ্যে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। বাকীদের শুক্রবার স্থানান্তর করা হচ্ছে।

বন্দি স্থানান্তরের কাজ কতদিনে হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি।

তবে নতুন কারাগারে একদিনেই বন্দিদের স্থানান্তর করা হবে বলে এপ্রিলে উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন কারা-মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন।