জি৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2016, 07:34 AM
Updated : 25 May 2016, 07:34 AM
জাপানের নাগোয়ায় শুক্রবার শুরু হতে যাওয়া এই সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

চারদিনের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ছাড়াও জি-সেভেন সম্মেলনে অংশ নিতে আসা নেতাদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধনও ছাড়াও জাপান প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।

শুক্রবার সকালে নাগোয়ায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। নাগোয়া থেকে শনিবার দুপুরে টোকিও যাবেন তিনি।

টোকিওতে বিকালে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং জাপানের অভ্যন্তরীণ বাণিজ্য সংস্থা জেইটিআর’র মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে এই সফরে।

রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়ীদের প্রাতরাশ বৈঠকের পরই এই সমঝোতা স্বারক সাক্ষরিত হওয়ার কথা।

প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দিয়ে রোববার সন্ধ্যায় টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ছাড়াও লাওস, ভিয়েতনাম,ইন্দোনেশিয়া,শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনির সরকার প্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন।