মে মাসেও তাপপ্রবাহের শঙ্কা

চলতি মাসে দেশের উত্তর-উত্তর পশ্চিমাঞ্চলে অন্ততঃ দুটি তাপপ্রবাহের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 02:02 PM
Updated : 2 May 2016, 05:45 PM

এ সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের শঙ্কাও রয়েছে।

সোমবার অধিদপ্তর মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মাহনাজ খান জানান, এ মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তিন-চার দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ও বজ্রসহ ঝড় হতে পারে।

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুয়েকটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) এবং অন্যত্র দুই-তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মে মাসে সাত বিভাগে গড়ে ১৩ দিন বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে প্রায় সব বিভাগে ৮-১৫ দিন বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

এপ্রিল মাসে সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি ও রাজশাহী বিভাগে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে।

তবে সার্বিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে ৫২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

উত্তর পূর্বাঞ্চলে পশ্চিমা লঘুচাপের সঙ্গে পুবালি বায়ু প্রবাহের সংযোগ হওয়ায় সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে।

বৈশাখের মাঝামাঝি হাঁপিয়ে উঠা গরমে একটু শীতলতার পরশ পেতে বুড়িগঙ্গার নোংরা পানিতে শিশুদের ঝাঁপাঝাঁপি। (ফাইল ছবি)

ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে হালকা বৃষ্টি হয়েছে; যা স্বাভাবিকের চেয়ে নগন্য। তবে ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে।

১০, ১১, ২০-২৫ এবং ২৮-৩০ এপ্রিল রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কোনো কোনো স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এসময় ২৯ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে।

স্বস্তির বৃষ্টি

মাঝ বৈশাখে এসে রোববার থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। এতে বিরাজমান তাপদাহও কমতে শুরু করেছে।

সোমবারও বিকালের পর চট্টগ্রামসহ অনেক এলাকায় বৃষ্টি হয়েছে।

রোববার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সিলেট, শ্রীমঙ্গল, ঈশ্বরদী, খুলনা, রাজারহাট, যশোর,, চুয়াডাঙ্গা, কুমারখালী, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় বৃষ্টি হয়েছে।

এসময় যশোরে দেশের সর্বোচ্চ ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

মঙ্গলবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এসময় ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগের বিরাজমান তাপপ্রবাহ কমে আসবে।