প্রধানমন্ত্রীর ফাগুন শুভেচ্ছা

ঋতুরাজ বসন্তের আগমনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 03:21 PM
Updated : 13 Feb 2016, 03:21 PM

রঙিন সাজে উৎসাহ-উদ্দীপনায় পহেলা ফাল্গুন উদযাপন চলার মধ্যে শনিবার বিকালে প্রশাসনের নারী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ফাগুন মাস আসলেই আমাদের মনটা একটু রোমান্টিক হয়ে যায়। হলুদ শাড়ি- লাল পাড়, হাতে ফুল নিয়ে চলে বেড়াচ্ছে।

“এটাই তো বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ।”

আবির মেখে বসন্ত বরণের এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলার। ছবি: মোস্তাফিজুর রহমান

শীতের আড়মোড়া ভেঙে বসন্তে প্রকৃতি পায় নতুন সাজ; ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি আনন্দ-উদ্দীপনায় বরণ করে নবযৌবনের এই ঋতুকে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথম প্রভাত থেকেই উৎসবের সুর বেজেছে। রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে দেখা গেছে বাসন্তিসাজে নর-নারীর প্রণোচ্ছ্বল বিচরণ।

বরণের এই উৎসবে শামিল তরুণীদের পরনে ছিল হলুদ আর বাসন্তি শাড়ি। কপালে গোল টিপ। হাতভরা চুড়ি। খোঁপায় পাঁচ মিশেল ফুল আর মুকুট।