ইস্কাটনে বাড়ির নিচে গাড়িতে আগুন

রাজধানীর নিউ ইস্কাটনে একটি বহুতল ভবনের নিচতলায় গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 05:11 PM
Updated : 12 Feb 2016, 07:46 PM

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাগা ওই আগুনে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন দমকল বাহিনীর কেন্দ্রীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিউ ইস্কাটনের আড়াইহাজার রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি প্রাইভেট কারে আগুন লাগে।

“খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টার আগেই তা নিয়ন্ত্রণে আনে।”

দমকল কর্মকর্তা পলাশ বলেন, “আমাদের কাছে খবর আসে নিউ ইস্কাটনে একটি ফ্ল্যাট আগুন লেগেছে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ১১৭ নম্বর বাড়ির নিচে রাখা একটি প্রাইভেটকারে আগুন লাগে।

“তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।”