গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৫ হাজার কোটি টাকা

বর্তমানে দেশে গ্রাহকদের কাছে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ পাঁচ হাজার ৩৮১ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 02:03 PM
Updated : 10 Feb 2016, 02:04 PM

ফাইল ছবি

বুধবার জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ আরও বলেন, “বিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য খেলাপি গ্রাহকদের তালিকা তৈরি করা হয়েছে। বকেয়া আদায়ের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এছাড়া বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৩টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে বলে সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ আরও জানান, বর্তমানে সরকারি খাতে ১৪টি এবং বেসরকারি খাতে ১৩টি বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ২৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা দুই হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট বলে জানান।

তিনি বলেন, “গত সাত বছরে গ্যাসের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়লেও এখনো দৈনিক ঘাটতি প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।”

মামুনুর রশীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১১.৬১ লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বাকিদের সংযোগ দেওয়া হবে।”

এদিকে মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “ছাতক সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাসে এর কাজ শুরু হবে। ”

পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন, ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার, জেনারেটর, গাড়ির যন্ত্রাংশ, সার্কিট, রেফ্রিজারেটর, ইলেকট্রিক সুইচ ইত্যাদি রপ্তানি করে ৯০ দশমিক ১১ মিলিয়ন ডলার আয় করেছে।

অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, নরওয়ে, নিউজিল্যান্ডসহ আরও কিছু দেশে এসব পণ্য রপ্তানি হয়ে থাকে।