উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণে বাংলাদেশের উদ্বেগ

উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 01:33 PM
Updated : 10 Feb 2016, 01:33 PM

এটা জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘স্পষ্ট লংঘন’ বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

উত্তর কোরিয়া গত রোববার রকেট উৎক্ষেপণ করে।

পিয়ংইয়ং বলেছে, কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য তারা রকেট ছুড়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত পরীক্ষার লক্ষ্যে এটা ছোড়া হয়েছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো।

এর আগে জানুয়ারিতে চতুর্থবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

এই দুটি পদক্ষেপই দেশটির বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন। সর্বশেষ রকেট উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

পিয়ংইয়ং সংযত আচরণ এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলে আশা করছে বাংলাদেশ।