ঢাবিতে গাঁজা সেবনের অভিযোগে ৩৩ জনকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর গ্যারেজে বসে গাঁজা সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 08:51 PM
Updated : 27 Nov 2015, 08:51 PM

শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশের ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের দিন দুপুর থেকে রাত পর্যন্ত আইবিএ গ্যারেজে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করে। পরে রাতে তাদের শাহবাগ থানায় সোপর্দ করে।

আটকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেই জানিয়ে তিনি বলেন, শুক্রবার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাঁজা সেবনের অভিযোগ পাওয়া গেছে। এটা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছিল। এ সকল অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে অভিযান চালায়।”

অভিযানের প্রথম পর্যায়ে দুপুরে আইবিএ গ্যারেজ থেকে সাতজন এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে ২৬ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক গ্রহণ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।

“এরই প্রেক্ষিতে আমরা মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”