প্রাথমিক সমাপনী: প্রথম দিনে দেড় লাখ অনুপস্থিত

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন সারাদেশে ১ লাখ ৪৯ হাজার ৮৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর চার শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 02:12 PM
Updated : 22 Nov 2015, 02:12 PM

ইংরেজি বিষয়ের মধ্য দিয়ে রোববার দেশব্যাপী এই পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই পরীক্ষা চলে।

৭ হাজার ৫২টি কেন্দ্রে পঞ্চম শ্রেণি পড়ুয়া ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিনের পরীক্ষা শেষে রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৮ হাজার ৪২১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৫১ হাজার ৬২৬ জন ছাত্রী এবং ৫৬ হাজার ৭৯৫ জন ছাত্র।

অন্যদিকে ইবতেদায়িতে ৪১ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১৬ হাজার ২৪৬ জন ছাত্রী এবং ২৫ হাজার ২২৯ জন ছাত্র।

ইংরেজি পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে তিন দশমিক ৬৭ শতাংশ এবং ইবতেদায়িতে ১৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে পাঁচজন এবং রাজশাহী বোর্ডে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।